Notice

মানিকগঞ্জে ‍পুষ্টির চাহিদা মেটাতে মাছ বিতরণ করেছে মৎস অফিস

মানিকগঞ্জে ‍পুষ্টির চাহিদা মেটাতে মাছ বিতরণ করেছে মৎস অফিস
প্রকাশন তারিখ : April 30, 2020, midnight
মানিকগঞ্জে পুষ্টির চাহিদা মেটাতে মানিকগঞ্জে মৎস অফিস ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখে হতদরিদ্র, রিকশাওয়ালা, ভ্যানচালক ও করোনা সংকটের কারণে কর্মহীন শতাধিক মানুষের মাঝে মাছ বিতরণ করেছে। বুধবার দুপুরে জেলা মৎস কার্যালয় চত্বরে প্রতি জনকে এক কেজি করে মাছ বিতরণ করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ফৌজিয়া খান। এসময় জেলা মৎস কর্মকর্তা ড. মো: মুনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন, জেলা মৎস দপ্তরের সিনিয়র সহকারি পরিচালক প্রীতিকনা পাল, উপসহকারি পরিচালক পল্লবী হাওলাদার, মৎস বীজ উৎপাদনের খামার ব্যবস্থাপক মো: মাহবুব হোসেন, উপজেলা মৎস কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, মনোয়ার হোসেন, ফাতেমা তুজ জোহরা, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো: ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন। জেলা মৎস কর্মকর্তা ড. মো: মুনিরুজ্জামান বলেন, করোনা মোকাবেলায় গরীব মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পুষ্টির অন্যতম উৎস মাছ। প্রধানমন্ত্রীর ঘোষিত ত্রান বিতরণের অংশ হিসেবে মাছ বিতরণের ব্যতিক্রমী এই উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া নিরাপদ মৎস উৎপাদনের মডেল গ্রাম বাস্তবায়নের লক্ষ্যে সাতটি উপজেলায় সাতটি গ্রামের সাইনবোর্ড বিতরন এবং সদর উপজেলায় প্রদর্শনী খামার মালিকদের মাঝে মাছ চাষ উপকরণ হিসেবে মাছে খাদ্য ও সাইনবোর্ড বিতরণ করা হয়েছে।