Notice

পাঁচবিতে এর উদ্যোগে অভিজ্ঞতা বিনিময়

সকল ইভেন্ট
প্রকাশন তারিখ : May 17, 2020, 3 p.m.
ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-।। প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায়, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, পাঁচবিবি এর উদ্যোগে অভিজ্ঞতা বিনিময় সফর-২০১৯ অনুষ্ঠিত হয়। স্থানঃ তরফদার মৎস্য খামার, আজিপুর, মহাদেবপুর, নওগাঁ এবং বায়োফ্লক ইউনিট, উকিল পাড়া, নওগাঁ টাউন, নওগাঁ ; নওগাঁ সরকারী মৎস্য বীজ উৎপাদন খামার। উক্ত সফরে উপস্থিতি ও অংশগ্রহণে জনাব মোঃ ছলিমউদ্দিন তরফদার মাননীয় এম পি, ৪৮ নওগাঁ-৩ ও সত্ত্বাধিকারী, তরফদার মৎস্য খামার সরদার মহীউদ্দিন জেলা মৎস্য অফিসার জয়পুরহাট জনাব দিপক কুমার পাল এস এ ডি, জয়পুরহাট। মো: নুরনবী সিনিয়র উপজেলা মৎস্য অফিসার পাঁচবিবি, জয়পুরহাট জনাব মাকসুদ সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মহাদেবপুর, নওগাঁ।আরো উপস্থিত ছিলেন, ইউএফও: আক্কেলপুর-জনাব মুহিদুল ক্ষেতলাল- জনাব রাবেয়া, কালাই- জনাব হাকিবুর, এফ ই ও মহাদেবপুর ল-জনাব জামান ;জেলা ও উপজেলা দপ্তরের কর্মচারী, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, লিফ ও সিআইজি লিডার্সবৃন্দ।