Notice

বাগমারায় মাছ চাষিদের মাঝে মাছের পিলেট খাদ্য তৈরীর মেশিন বিতরণ

সকল ইভেন্ট
প্রকাশন তারিখ : June 3, 2020, 12:37 p.m.
আব্দুল মতিন, বাগমারা: নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষের বাংলাদেশ, এমন শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাগমারা উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে মৎস্য অধিদপ্তরাধীন ন্যাশনাল এগ্রিক্যালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্টের আওতায় সিআইজি ও নন- সিআইজি মৎস্য চাষিদের মাঝে এএলএফ-২ এবং এএলএফ-৩ ফান্ডের আওতায় তিনটি মৎস্য চাষি সমবায় সমিতি লিমিটেডের মাঝে মাছে পিটেল খাদ্য তৈরীর মেশিন আজ মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে বিতরন করা হয়েছে। যোগীপাড়া, বাসুপাড়া ও নরদাশ ইউনিয়নের তিনটি সমিতির সভাপতিদের মাঝে মেশিন গুলো বিতরন করা হয়। মেশিন গুলো বিতরনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ, মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, যোগীপাড়া মৎস্য চাষি সমিতির সভাপতি আজিজার রহমান, বাসুপাড়া মৎস্য চাষি সমবায় সমিতির সভাপতি শিহাব উদ্দীন ও নরদাশ যশোবিল মৎস্য চাষ প্রকল্পের সভাপতি জাফর আলী, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মাহামুদুর রহমান, ক্ষেত্রসহকারী কোমল কুমার সরকার, আব্দুল গাফফার, আরিফ হোসেন, অফিস সহকারী হারিস মোহাম্মদ ও অফিস সহায়ক হাফিজুল ইসলাম প্রমুখ। উপজেলা মাছ চাষি পর্যায়ে উন্নত মাছের পিলেট খাদ্য তৈরীর মেশিন সর্বরাহের জন্য ন্যাশনাল এগ্রিক্যালচারাল টেকনোলজি প্রোগ্রাম-২ প্রজেক্টের পরিচালক মনিরুজ্জামানকে উপজেলা মৎস্য অফিস ও মৎস্য চাষিদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন। বরেন্দ্র বার্তা/ নাসি